পুলিশের সহায়তা চেয়ে থানায় না যেয়ে অনলাইন জিডি করুন ঘরে বসে

Join Telegram for More Books

পথ চলতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকি এই সমস্যা জন্য আমাদের থানায় জিডি বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই বা হুমকির শিকার কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য পুলিশের সহায়তা চেয়ে থানায় জিডি করে থাকি আমরা বা কেউ হারিয়ে অথবা পালিয়ে গেলেও থানায় জিডি করা হয়। এছাড়াও অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অন্যান্য দরকারী নথি) হারিয়ে গেলে তা নতুন করে পেতেও থানায় জিডি করার প্রয়োজন পড়ে।



কিন্তু এখন থানায় না যেয়ে যে কোনো সমস্যার বিষয় নিয়ে ঘরে বসে জিডি করুন কোনো টাকা ছাড়ায় এক দম ফ্রি তে।
প্রথমে এখানে ক্লিক করুন তার পর আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন


আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে তা লিখে সাবমিট করুন।



নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন । জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন।

কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন।

আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন।

জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন।

আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

বিঃদ্র: বর্তমানে অনলাইন জিডি সার্ভিসটি পরীক্ষামূলকভাবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রাপুর, কলাবাগান ও ক্যান্টনমেন্ট এবং ময়মনসিংহ জেলার সদর ও ভালুকা থানা এলাকায় চালু আছে। এর বাইরে অন্য যেকোন থানায় হারানো অথবা প্রাপ্তি সংক্রান্ত জিডি সশরীরে থানায় গিয়ে করতে হবে।

সেবা প্রাপ্তির যোগ্যতা :      বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় খরচ :       বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময় :      ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ দিন
কাজ শুরু হবে :      নিকটস্থ থানা
আবেদনের সময় :           সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা :      এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন :       সাকের্ল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য :      ১০০
প্রয়োজনীয় ওয়েবসাইট :      www.police.gov.bd




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!