উত্তর: তাঁদের
ওয়াসীলাহ্ এবং দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানে তাদের সাহায্য ও সহযোগিতা কামনা
করা শরীয়তসম্মত। এর উপরে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আর
তাঁরা হলেন মুসলমানদের বৃহত্তর ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তাই তাঁদের ইজমা’
(ঐকমত্য) শরীয়তের দলীল ভুল-ভ্রান্তি থেকে তাঁদের সুরক্ষিত হবার কারণে।
عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ صَاحِبِ
رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَأَلْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ لَا
يَجْمَعَ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ فَأَعْطَانِيهَا،
আমি আমার রবের নিকট এ
প্রার্থনা জানালাম যে, আমার উম্মত যেন
গোমরাহীতে ঐক্যমত না হয়,
তখন আমাকে আমার প্রার্থীত বস্তু দিয়ে দিলেন।
” مَا رَآهُ الْمُسْلِمُونَ حَسَنًا فَهُوَ
عِنْدَ اللَّهِ حَسَنٌ “