আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর - কবি মুহাম্মদ মহিউদ্দীন

Join Telegram for More Books
 আজ কেনো পৃথিবীটা 
কবি মুহাম্মদ মহিউদ্দীন
-------------------------------
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এ চরাচর।

চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল,
সেই রূপ দেখে হয় আঁখিদ্বয় সুশীতল,
কেটে গেছে কুৎসিত নিশিথের দ্বিপ্রহর । ঐ

বনে বনে ফোটে ফুল করে পাখী কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব,
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর । ঐ

উল্লাস করে আজ সাহারার লু-হাওয়ায়,
ফোরাতের জলরাশি কুলে কুলে উছলায়,
পর্বত চ‚ড়া হতে নেমে আসে নির্ঝর । ঐ
 
অগণিত ফেরেশ্তোরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণ গান,
করে সবে জয়ধ্বনি ‘আল্লাহু আকবর’ । ঐ
 
মারহাবা, মারহাবা, সৃজনের রহমত,
এসেছেন অবনিতে ‘নূর নবী হযরত’
আলোকিত তাই মাতা ‘আমিনার’ কুঁড়ে ঘর,
যে আলোয় অবগাহি পৃথিবীটা সুন্দর । ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!