আমার জীবন মরণ
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-----------------------------------------
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে
সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল
থাকবেন আমার সঙ্গে।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে
সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল
থাকবেন আমার সঙ্গে।
সেই রঙ্গে রেঙ্গে ছিল নবীর সব সহচর
হযরত আবু বকর ওমর ওসমান হায়দার
জীবন মরন সপে ছিল (তারা) নবীর রঙ্গের গঙ্গে। ঐ
এই অধমের মনে প্রানে একটি আকাক্সক্ষা
উড়াব সারা বিশ্বে সবুজ রঙ্গের পতাকা
ঐ পতাকা জড়াব আমারই অঙ্গে। ঐ
মাদানী রঙ হল সকল সুখের বাতি
ঐ রঙ নামাখিলে হবে না জান্নাতি
ঐ রঙ্গের লাগলে ছোয়া ভুল যাবে ভেঙ্গে। ঐ