আমি ধন্য গো রাসূল (ﷺ)
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-------------------------------------
আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে
আমি আরো বেশী ধন্য আপনার উম্মত হয়ে \
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-------------------------------------
আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে
আমি আরো বেশী ধন্য আপনার উম্মত হয়ে \
আমি সব নিয়ামত পেয়েছি আপনারি ছদকায়
তাইতো আমি আল্লাহর পরে আপনার গুণগায়
আমি গাইব গুণগান আপনার মুহাব্বত নিয়ে
আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে \ ঐ
আপনার উম্মত হতে চেয়েছিল সকল নবী
আপনাকে দেখে ঝুঁকে পড়ে সৃষ্টির সবি
আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি
ঝুকে পরে সর্বদা ভিক্ষুক হয়ে \ ঐ
নিদান কালে করব যখন নফসী নফসী
দয়াল নবী কাঁদবে মোরা (উম্মত) কেমনে বাঁচি
মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি
যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে \ ঐ