কার লাগিয়া কাঁন্দরে মন
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
--------------------------------------
কারলাগিয়া কাঁন্দরে মন, কার লাগিয়া বান্দ
কেউ তো তোমার আপন হবে না ,না, না,
যেজন হবে আপনা সেইতো মদিনা
মদিনা, মদিনা, মদিনা।
কারলাগিয়া কাঁন্দরে মন, কার লাগিয়া বান্দ
কেউ তো তোমার আপন হবে না ,না, না,
যেজন হবে আপনা সেইতো মদিনা
মদিনা, মদিনা, মদিনা।
এই দুনিয়ার আপন জনা
আজকে আছে কালকে নাই
দয়ার নবী মায়ার নবী আপনা সদায়
এমন আপনা তিনি যার নাই উপমা। ঐ
কবর হাশর পুলসিরাতে কেউতো আপন পাবেনা
যেজন পাবে সেজন হবে শাহে মদিনা
উম্মতের কষ্ট নবী সইতে পারে না। ঐ
নিজের জন্য দয়াল নবী একটু ও কাঁন্দে নাই
সারাজীবন কেঁদে ছিলেন উম্মতের মায়ায়
এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। ঐ