সোনার মদিনা বহু দূরে - সেলিম রিয়াদ হক্কানী

Join Telegram for More Books
সোনার মদিনা বহু দূরে
সেলিম রিয়াদ হক্কানী
--------------------------------------------------------------
সোনার মদিনা বহু দূরে, 
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে
আমার অন্তর জুড়ে, মদিনা আছেরে
মদিনা, মদিনা বলে যিকির করেরে ।

যে গিয়েছে একবার সোনার মদিনা
তার মনে আর কোনো দুঃখ রইলো না
আমার অন্তর গভীরে, মদিনা আছেরে
মদিনা মদিনা বলে যিকির করেরে । ঐ

রাসূল তুমি শুন গো আমার ফরিয়াদ
চুমু খেতে বাড়িয়ে দাও, নূরানী হাত
আমার অন্তর গভীর মদিনা আছেরে
সেই মদিনায় কবে যাব মন মানে নারে । ঐ

রাসূল তুমি বিনে নেই সাহারা জানা সবার
তাইতো আমি সদাই পাগল রাসূল তোমার
দাও ছাহারা উম্মত বেছাহারা
তোমারী ছাহারা বীনে নেই গো উপায়রে । ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!