জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-------------------------------------------------
জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,
সেদিন যেনো জীবন আমার থাকে নবীজির প্রেমে \
জীবন যেদিন বিশ্ব থেকে নিঃস্ব হয়ে যাবে থেমে,
সেদিন যেনো জীবন আমার থাকে নবীজির প্রেমে \
অন্ধকার কবরে যখন লাগবে না আর ভালো,
তখন আমি পাই যেন দয়াল নবীর আলো (২ বার)
যার লাগিয়া রাত জ্বাগিয়া কাঁদি দুই নয়নে \ ঐ
অসহায়ের সহায় তুমি ওগো মদিনা ওয়ালা
তোমারী নূর দিয়ে হৃদয় কর উজ্বালা (২ বার)
মরতে পারি যেনো আমি আপনারি কদমে \ ঐ
মৃত্যুর সময় হবে যখন আমার অসীম যন্ত্রণা
সেই যন্ত্রণায় দেখা দেবেন হে শাহে মদীনা
আশা পূরণ কর আমার কঠিন মরণে \ ঐ