তুমি রূপের রাজ
সৈয়্যদ হাসান মুরাদ কাদেরী
------------------------------
তুমি রূপের রাজ, তুমি জানের জান,
তোমারই চেহেরা ইয়াছিন-কুরআন
হতে পারেনি, কেউ তো হবে না,
তোমার উপমা তোমারই সমান \
তুমি রূপের রাজ, তুমি জানের জান,
তোমারই চেহেরা ইয়াছিন-কুরআন
হতে পারেনি, কেউ তো হবে না,
তোমার উপমা তোমারই সমান \
সবার শুরু হয়ে এলে সবার পর -
পেলে চির রূপ অপূর্ব সুন্দর
বয়স তোমার যে শ’লাখ বছর -
বয়স তোমার যে শ’লাখ বছর -
তবু যে সজীব তোমার যুব প্রাণ \ ঐ
তোমার আসল রূপ লুকাতে খোদা -
ঢেকেছে সত্তর হাজার পর্দা
ঝলকেক যদি উঠাও সে পর্দা -
ঝলকেক যদি উঠাও সে পর্দা -
লক্ষ ক‚হে তুর, হয় বিশ্ব হয়রান \ ঐ
স্বর্গের সুগন্ধি কস্তুরি চন্দন -
সে জন প্রেমিকের কিসের প্রয়োজন
আপন শরীরে মেখেছে যে জন -
আপন শরীরে মেখেছে যে জন -
তোমার পবিত্র গায়ের ঘামের ঘ্রাণ \ ঐ
তোমার মুখের ঐ সুমিষ্ট ধ্বনি -
সু শ্রুতিমধুর অমিয়বানী
অন্তরে ঢাকে রঙরস ঈমানী -
অন্তরে ঢাকে রঙরস ঈমানী -
কতই মনোজ্ঞ তোমারি বয়ান \ ঐ
অবাক মানুষ যে ছায়েম ও হাসান -
হাশরে পাবে বিপদে আসান
গানের দুনিয়ায় গায় যার গুণগান -
গানের দুনিয়ায় গায় যার গুণগান -
তিনি ত্বরাবেন হাশরে মিজান \ ঐ