ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
----------------------------------
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন,
নবী ত্বরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা,
প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন।
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন,
নবী ত্বরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা,
প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন।
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা,
সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না,
কাউছারের পানি দিবেন শাহে মদিনা
কাউছারের মালিক যিনি, তাকে চিনুন \ ঐ
মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে,
আত্মীয় স্বজন যত সব যাবে সরে,
দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে,
ইয়া রাসুলাল্লাহ বলে নবীকে ডাকুন \ ঐ
কিয়ামতের ময়দান যে দিন কায়েম হবে,
ইয়া নফসি বলে কাঁদবে সবে,
আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বেন,
শাফায়াতের মালিক যিনি তাঁকে বুঝুন \ ঐ