ওগো মোর পেয়ারা নবী
সাইয়্যিদ মনজুর আহমদ রিফায়ি (রহঃ)
সাইয়্যিদ মনজুর আহমদ রিফায়ি (রহঃ)
-------------------------------------
ওগো মোর পেয়ারা নবী, তুমি যে সৃষ্টির সবি
তুমি মাহবুবে খোদা শাহে-দু-জাহান
আমার ঈমান, আমার দ্বীন আমার জান \ ঐ
ওগো মোর পেয়ারা নবী, তুমি যে সৃষ্টির সবি
তুমি মাহবুবে খোদা শাহে-দু-জাহান
আমার ঈমান, আমার দ্বীন আমার জান \ ঐ
তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে
ভালবাসা যে তাতে
ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ \ ঐ
নূরে মুজাস্সাম তুমি রহমতে আলম তুমি
নবীয়ে আজম তুমি
তুমি উম্মতেরই জান \ ঐ
ভাল যে বাস তুমি
মরণে পাশে তুমি কবরে আছ তুমি
তোমারই ভালবাসা, মু’মিনের ঈমান \ ঐ