মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ - সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ

Join Telegram for More Books
 
মদিনা আমার জান
সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ
------------------------------------
মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ
মদিনাতে আছে আমার জানের জান।

রাব্বুল আলামীন তোমারই বুকে
পাঠাল আমার দয়াল নবীকে
সে কারণে তোমার বাগানে
পাওয়া যায় কুরআন হাদিস দ্বীন ও ঈমান। ঐ

তোমার প্রতিটি ধুলি কণা
আমার কাছে দামী-গহণা
বেহেস্থি উদ্যান জান্নাতের বাগান
রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান। ঐ

আর কত কাল বসে বসে
কাঁদব আমি বাংলাদেশে
সোনার মদিনা প্রাণ যে মানে না
বিরহের জ্বালা থেকে করগো আছান। ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!