হবেনা আর দ্বিতীয়
এস.এম. ইকবাল হোসাইন
এস.এম. ইকবাল হোসাইন
--------------------------------
হবেনা আর দ্বিতীয় আমার নবীর মতো
‘কায়েনাত’ কুল কায়েনাত দরূদ পড়ে
যাহার প্রেমে অবিরত \
হবেনা আর দ্বিতীয় আমার নবীর মতো
‘কায়েনাত’ কুল কায়েনাত দরূদ পড়ে
যাহার প্রেমে অবিরত \
ইয়া নবী সালামুলাই, ইয়া রাসূল সালামুলাই
যে নবীর শানমান সবখানেতে চলে
সেই নবীর জীবন গেলে উম্মতি উম্মতি বলে
ধন্য এমন দরদী নবীর হইয়ে উম্মত \ ঐ
আল আমিন লক্বব দিল, মুসলিম নয় কাফেরগণ
এমন আখলাকে ভরা ছিল আমার নবীর জীবন
দেখে তাঁর সততা কাফেরেরা মুগ্ধ হতো \ ঐ
ইকবালে কয় এমন নবীর কথা শুনে চন্দ্র তাঁরা
পুনরায় সূর্য্য আছর ওয়াক্ত দিলো,
কার ইশারায় ও দেখ কার ইশারায়
বে-জবান পড়ল দরূদ বুঝে নবীর শান কতো \ ঐ