রাসূল আমি তোমায়
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
-------------------------------------
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবীবাল্লাহ
রাসূল আমি তোমায় না চিনিলে
তোমার কি আসে যায়
দুনোজাহান তোমারি নূরি চরণে ঝুকায়।
তুমি ছিলে জমিনে চঁন্দ্র ছিল আসমানে
মক্কার কাফেরগণে নবুয়ত প্রমাণে
করে তোমায় আবেদন চঁন্দ্র করতে দিখন্ডন
দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানী
আশেকের পরিচয় দিয়ে চির আ¤øান হয়ে যায়। ঐ
বন-জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের বিন
তোমার নামে প্রতিদিন দরূদ পড়ে সীমাহীন
পড়ে সালে আলা জুড়াই মনের জ্বালা
চেনার মত যে চিনেছে পাওয়ার মত সে পেয়েছে
এমন পাওয়া পেয়েছে, যেই পাওয়ার উপমা নাই। ঐ
বৃক্ষ লতা সব পাথর, তোমার প্রেমের কাতার
তোমার প্রেমে ভর পুর, সারা-সৃষ্টির অন্তর
সেলিম তোমার দিদার পেতে ঘুনি আজ প্রহর
তোমার প্রেম নাই যার আন্তেরে, তাহার উভয় জগত। ঐ