লন্ডন প্যারিস ওয়াশিংটন - সৈয়্যদ হাসান মুরাদ কাদেরী

Join Telegram for More Books
 
লন্ডন প্যারিস ওয়াশিংটন
সৈয়্যদ হাসান মুরাদ কাদেরী 
---------------------------------
লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না
হংকং বেইজিং টোকিও সিঙ্গা পুরও চাই না
মন আমার যেতে চাই, এই দুনিয়া একটি জায়গায়
সে জায়গাটির নাম হলো সোনার মদিনা \

নারী বাড়ী-গাড়ী নিয়ে দুনিয়া পাগল
যশ-খ্যাতির বাড়া-বাড়ি চলছে অনর্গল
নারী বাড়ী যশ-খ্যাতির নাইরে কামনা
নবীর জিয়ারতে যাওয়া মনের বাসনা
সেই বাসনা পূর্ণ হবে, দেখলে মদিনা \ ঐ

সিঙ্গাপুর যায় অনেকে বিমারী হলে
ভাল সেরা আর ভাল ওষুধ মিলে
খাখে শেফা পাওয়া যায়, নবীর দরবারে
সর্ব রোগের চিকিৎসা এটির ভিতরে
রোগের শিফা পেতে চলো, সোনার মদিনা \ ঐ

নামে এনে পরির্বতন, ফেলে মুখের দাড়ি
আমেরিকা যেতে ছাড়ে ডি,ভি লটারী
এই সব দেশে আছে নাকি টাকার খজিনা
কিন্তু মদিনাতে মিলে, পাপের মর্জনা \ ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!