জমীনু জমাঁ তোমহা রে লিয়ে
আলা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী (রা:)
----------------------------------------
জমীনু জমাঁ তোমহা রে লিয়ে,
মকীনু মকাঁ তোমহা রে লিয়ে,
চুনীনো চুনা তোমহা রে লিয়ে,
বনে দু’জাঁহা তোমহা রে লিয়ে \
দাহান মে জুবাঁ তোমহা রে লিয়ে,
বদন মে হ্যায় জাঁ তোমহা রে লিয়ে,
হাম আয়ে ইয়াঁহা তোমহা রে লিয়ে,
উঠে ভি ওয়াহাঁ তোমহা রে লিয়ে \ ঐ
কালীমো নজ্বী মছীহো ছফী,
খলীলো রদ্বী রসুলো নবী,
আতীক্বো অছী গ¦ণী ও আলী,
ছনা কি জুবাঁ তোমহা রে লিয়ে \ ঐ
তোমহারী চমক তোমহা রি দমক,
তোমহা রি ঝলক তোমহা রি মাহক,
জমীনো ফলক ছিমাকো ছমক,
মে ছিক্কা নিশাঁ তোমহা রে লিয়ে \ ঐ
ইয়ে শামছো ক্বমর ইয়ে শামো ছহর,
ইয়ে বরগো শাজর ইয়ে বাগ্বো ছমর,
ইয়ে তেগ্বো ছিপর ইয়ে তাজো কোমর,
ইয়ে হুকমে রাওয়াঁ তোমহা রে লিয়ে \ ঐ
নাহ্জিন্নো বশর কেহ্ আ র্টো পহর,
মালইকা দরপে বছতা কোমর,
নাহ্জুব্বা ওয়াছার কেহ্ ক্লবো জিগর,
হেঁ সিজাদা কুঁনা তোমহা রে লিয়ে \ ঐ
না রুহে আমীন আরশে রবী,
নাহ্ লওহে মুবীন কুয়ি ভি কহী,
খবর হি নেহিঁ জু রমজিঁ কুলী,
আজল কি নিহাঁ তোমহা রে লিয়ে \ ঐ
খালীলো নজী মছীহো ছফী,
ছভী কে কহী কহিঁ ভি বনী,
ইয়ে বে খবরী কেহ্ খল্ক্ব পেরী,
কাঁহা তোমহা রে লিয়ে \ ঐ
ইশারে ছে চাঁদ চীড় দিয়া,
চুপে হুয়ে খুর কো পের লিয়া,
গিয়ে হুয়ে দিনকো আস্র কিয়া,
ইয়ে তাবো তাওয়াঁ তোমহা রে লিয়ে \ ঐ
ছবা উঅহ্ চলে কেহ্বা গ্বো পেলে,
উঅহ্ পুলো খেলে কেহ্দিন হোঁ ভলে,
লিওয়া কে তলে ছানা মেঁ কুলে,
রযা কি জুবাঁ তোমহা রে লিয়ে \ ঐ