দুরূদে নূরিয়া
اَللّٰہُمَّ صَلِّ صَلٰوۃً کَامِلَۃً وَسَلِّمْ سَلاَمًا تَامًّا عَلٰی سَیِّدِنَا مُحَمَّدِنِ الَّذِیْ تَنْحَلُّ بِہِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِہِ الْکُرَبُ وَتُقْضٰی بِہِ الْحَوَاءِجُ وَتُنَالُ بِہِ الرَّغَاءِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَیُسْتَسْقَی الْغَمَامُ بِوَجْہِہٖ الْکَرِیْمِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ فِیْ کُلِّ لَمْحَۃٍ وَّ نَفَسٍمبِعَدَدِ کُلِّ مَعْلُوْمٍ لَّکَ
উচ্চারণ: আল্লা-হুম্মা সল্লি সালাতান্ কা-মিলাতান্ ওয়া সাল্লিম সালা-মান্ তা-ম্মান্ ‘আলা-সাইয়্যিদিনা- মুহাম্মাদিনি ল্লাযী- তান্হাল্লু বিহিল্ ‘উক্বাদু ওয়া তান্ফারিজু বিহিল্ কুরাবু ওয়া তুক্বদ্বোয়া বিহিল্ হাওয়া-ইজু ওয়া তুনা-লু বির্হি রাগা-ইবু ওয়া হুস্নুল্ খাওয়া-তিম। ওয়া ইয়ুস্তাস্ক্বাল্ গামা-মু বিওয়াজ্হিহিল্ কারী-মি ওয়া ‘আলা- আ-লিহি ওয়া সাহ্বিহি ফী- কুল্লি লাম্হাতিওঁ ওয়া নাফাসিন্ বি‘আদাদি কুল্লি মা’লূ-মিল্ লাকা।
অর্থ: হে আল্লাহ্! পরিপূর্ণ দুরূদ ও পূর্ণাঙ্গ সালাম অবতীর্ণ কর আমাদের সরদার হযরত মুহাম্মদ মোস্তফার উপর, যাঁর ওসীলায় কঠিন বন্ধন খুলে যায়, অসহনীয় কষ্টসমূহ দূর হয়ে যায়, প্রয়োজনসমূহ পূর্ণ করা হয়, পছন্দনীয় বিষয়াদি ও শুভ সমাপ্তি লাভ হয়, যাঁর সম্মানিত চেহারা মুবারকের ওসীলায় মেঘমালা থেকে বারিবর্ষণ করা হয় এবং (রহমত ও শান্তি অবতীর্ণ কর) তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীদের উপর প্রতিটি মুহূর্তে ও প্রতিটি শ্বাস-প্রশ্বাসে- আপনার প্রতিটি জ্ঞাত বিষয়ের সমপরিমাণে।