চাটগাঁর পীর
- মুহাম্মদ আবদুল করিম
------------------------------------------------------
চাটগাঁর প্রাচীন বন্দর ‘দেয়াঙ’
এলো এপথে খোদার জোয়ান,
পরশ বিছিয়ে বেঁধেছে হেথা মজিদ আল্লার ঘর
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
এলো এপথে খোদার জোয়ান,
পরশ বিছিয়ে বেঁধেছে হেথা মজিদ আল্লার ঘর
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
কর্ণফুলি মোহনার দুই তীরে
বারো আউলিয়া-স্মৃতি ঘিরে,
আছে কত লিপি, কত আলোড়ন, শত শ্রুতিধর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
এ বঙ্গে পথদস্যু মগ-পর্তুগীজ
মনেপ্রাণে বুনে তাওহীদ বীজ,
ছিলো উপদ্রুত হিংস্র পশু আর দানব-ভয়ংকর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
চেরাগি পাহাড়চূড়ায় একচটি
জ্বালিয়ে তাঁরা হাজার-কোটি,
করে মুসলিম, খোদাভীরু-আধ্যাত্মিক শক্তিধর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
চাটগাঁর কাতালগঞ্জ, বদরপাতি
যেথা আরাম আছে দুই-মহতি,
আজো বটতলী আছে সাগর-ভাসা নৌকাপাথর
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
শঙ্কপাড়ের ঐতিহ্য ঝিওরী গ্রাম
হেথা বাস এক আউলিয়া মহান,
যাঁর আস্তানাতে সন্ধান আসে আল্লাহ-পয়গম্বর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
গহিরার পশ্চিমে মাইল আট
ইছাখালী গ্রামের ‘কড়ির হাট’
যেথা বন্দর শোভিত ছিলো, আজ বঙ্গোপসাগর!
আরব ছেড়ে শাহ মোহছেন, পীর কাতাল-বদর।
*‘কড়ির হাট’ ছিলো বারো আউলিয়ার বাংলায় আসার সমুদ্র বন্দর; যা বর্তমান আনোয়ারা থানার গহিরার উপকূল থেকে আট মাইল পশ্চিমে, বঙ্গোপসাগরের পেটে। আর ‘দেয়াঙ’ বলতে এখনকার পুরো আনোয়ারা থানা।