বর্তমানে পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা রয়েছে। এর মধ্যে প্রায় ত্রিশ কোনটি লোকের ভাষা বাংলা। ভাষাবিদ সুনীতকুমার, ড. মোহাম্মদ শহদুল্লাহর সংজ্ঞাগুলো ভালো করে দেখে যাবেন।
- ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয় ? উত্তর: ভাষা
- ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ? উত্তর: সংস্কৃত
- কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ? উত্তর: বঙ্গকামরূপী
- মাগধী ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি ? উত্তর: বাংলা।
- বাংলা ভাষার কয়টি রূপ ? উত্তর: দুইটি।
- উপভাষা কোনটি ? উত্তর: অঞ্চল বিশেষের মানুষের মুখের কথা।
- ‘গুরুচন্ডালি দোষ’ বলতে কি বুঝ ? উত্তর: সাধু ও চলিত ভাষার মিশ্রণ।
- সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান ? উত্তর: লেখ্য।
- ভাষার মৌলিখ অংশ কয়টি ? উত্তর: তিনটি।
- সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? উত্তর: নাটকের সংলাপে।
- বাংলা সাধু ভাষা বলতে বুঝায়। উত্তর: তৎসম শব্দবহুল ভাষার রীতি।
- কোন্ ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? উত্তর: সাধুভাষা।
- সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যাবহৃত হয়- উত্তর: অব্যয়।
- ভাষার কোন রীতি কেবল লেখ্য রূপে ব্যাবহৃত হয় ? উত্তর: সাধু রীতি ।
- কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? উত্তর: সাধু ভাষায়।
- সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয়না ? উত্তর: অব্যয় ।
- গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি ? উত্তর: শবদাহ।
ব্যাকরণের শ্রেণিবিভাগঃ-
- ব্যাকরণ শব্দের সিঠিক অর্থ কি ? উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ।
- ব্যাকরণের কাজ কি ? উত্তর: ভাষার অভ্যন্তরীণশৃঙ্খলা আবিষ্কার।
- বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন উত্তর: এন.বি. হেলহেড।
- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ? উত্তর: রাজা রামমোহন রায়।
- ‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ? উত্তর: সংস্কৃত
- বাংলা ব্যাকরণের শাখা নয় কোনটি ? উত্তর: ভূতত্ত্ব।
- ব্যাকরণের মূল উদ্দেশ্য হলো- উত্তর: ভাষাকে জানা ও বুঝা।
ধ্বনি ও বর্ণঃ
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি ? উত্তর: ৮টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ? উত্তর: দশটি। (এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ও, ঁ)
- বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে ? উত্তর: ৭টি।
- মৌলিক স্বরধ্বনি কয়টি ? উত্তর: ৭টি। (অ,আ,ই,উ,এ,ও,অ্যা)
- ‘ষ্ণ’ যুক্তবর্ণটিকে ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায় ? উত্তর: ষ্+ণ
- ঐ, ও, ঔ কোন প্রকারের ধ্বনি ? উত্তর: দীর্ঘস্বর
- দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কী বলে ? উত্তর: যৌগিক স্বর।
- বাংলা ভাষাায় যৌগিক স্বরধ্বণির সংখ্যা কয়টি ? উত্তর: ২৫টি।
- কোন গুলো দন্ত্য ধ্বনি ? উত্তর: ত,থ,দ,ধ,ন।
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত কয় কয়টি বর্ণে ? উত্তর: ৩২টি।
- ভাষার মূল উপকরণ কী? উত্তর: বাক্য
- যৌগিক স্বরের উদাহরণ কোনটি ? উত্তর: খাই
- কোনটি মৌলিক স্বরধ্বনি? উত্তর: (ক) ঐ (খ) ✓এ (গ) ঈ (ঘ) ঔ
- পাশাপাশি দু’টো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে ? উত্তর: যৌগিক স্বরধ্বনি।
- ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- উত্তর: পিশাচ→পিচাশ।
ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানঃ
- কোন বর্ণের ধ্বনির আগে দন্ত্য ন, ণ হয় ? উত্তর: ট-বর্গীয়।
- ণ-ত্ববিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ ? উত্তর:পুরণো।
- আষাঢ় শব্দটি- উত্তর: নিত্য মূর্ধন্য ষ।
সন্ধি-বিচ্ছেদঃ
- ষোড়শ এর সন্ধি-বিচ্ছেদ- উত্তর: ষট+দশ
- প্রাতরাশ- উত্তর: প্রাতঃ+আশ
- পরস্পর- উত্তর: পর+পর
- কাঁদ+না= এটি কোন সন্ধি ? উত্তর: ব্যাঞ্জন সন্ধি।
- দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি ? উত্তর: দেব+আলয়।
- স্বরসন্ধির উদাহরণ হলো- উত্তর: হিমালয়।
- চলচিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ- উত্তর: চলৎ+চিত্র ।
- দুই বর্ণের পরস্পর মিলনকে কী বলে ? উত্তর: সন্ধি
- ‘ততোধিক’ উত্তর: ততঃ+অধিক
- ‘ক্ষুদার্থ’ উত্তর: ক্ষুধা+ঋত
- শিরঃ+ছেদ উত্তর: শিরশ্ছেদ।
- দ্যুলোক উত্তর: দিব+লোক
- ‘ষড়ঋতু’ উত্তর: ষট্+ঋতু
- ‘শীতার্ত’ উত্তর: শীত=ঋত
- ‘ষষ্ঠ’-এর সন্ধি-বিচ্ছেদ কর । উত্তর: ষষ্+থ
- ‘মনস্তাপ’ উত্তর: মনঃ+তাপ
- ‘বৈটক’ উত্তর: বৈট+ক
- ‘বাগদান’ উত্তর: বাক্+দান
- নিষ্ঠা উত্তর: নিঃ+ঠা
- ‘দুশ্চরিত্র’ উত্তর: দুঃ+চরিত্র
- রান্না উত্তর: রাঁধ্+ না
বাংলা উপসর্গঃ
- বাংলা উপসর্গ মোট- উত্তর: একুশটি। অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা) কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
- সজাগ শব্দের স উপসর্গটি খাটি বাংলা। অনতিবৃহৎ শব্দটি দুইটি উপসর্গ যোগে গঠিত।
- ‘অ’ উপসর্গ- উত্তর: ‘অচিন’ শব্দে নঞর্থক অর্থে ব্যবহৃত হয়।
- ‘হা’ উপসর্গ- উত্তর: হাভাতে শব্দে অভাব হিসেবে ব্যবহৃত হয়।
- বেটাইম শব্দটি গঠিত হয়েছে- উত্তর: ফারসি ও ইংরেজি শব্দে।
- হরেক রকম এ উত্তর: হর শব্দটি উর্দু-হিন্দি উপসর্গ হর যোগে গঠিত হয়েছে।
- নিমরজি শব্দে উপসর্গ ব্যাবহৃত হয়েছে- উত্তর: বিদেশি।
- কার অর্র্থবাচকতা নেই,অর্থদ্যোতকতা আছে। উত্তর: উপসর্গের।
- বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি / বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ কতটি? উত্তর: ২০ টি।
- কোনটি খাটি বাংলা উপসর্গ ? বেমালুম/ ✓ অজানা/ আভাস/ গরমিল
শব্দ ও শব্দ প্রকরণঃ
- আদালত শব্দটি কোন ভাষার ? উত্তর: আরবি।
- উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ? উত্তর: ৫টি ।
- ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ ? উত্তর: ফারসি।
- ‘কলম, কোন ভাষার- উত্তর: আরবি ।
- ‘রুইতন’ শব্দটি- উত্তর: ওলন্দাজ ।
- হরতাল- উত্তর: গুজরাটি ।
- ‘লুঙ্গি’কোন ভাষার শব্দ ? উত্তর: বর্মী ।
- ‘চৌ-হদ্দি’ কোন ভাষার শব্দ ? উত্তর: সংস্কৃত+আরবি।
- ‘খদ্দর, হরতাল কোন প্রকারের শব্দ ? উত্তর: গুজরাটি ।
- ‘জানালা’ শব্দটি- উত্তর: পর্তুগিজ ।
- ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? উত্তর: বাংলা ও ফারসি ।
- ডাক্তার বাবুু- কোন শ্রেণির শব্দ ? উত্তর: মিশ্র ।
- শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়- উত্তর: ৩ভাগে।
- মিতালি কোন ভাষার শব্দ ? উত্তর: যৌগিক ।
- আলকাতরা শব্দটি কোন ভাষার ? উত্তর: ফারসি ও আল-কাতরাহ আরবি ।
- রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ? উত্তর: ফারসি ।