হ্যায় কালামে ইলাহী মে শামস্ ও দোহা
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
হ্যায় কালামে ইলাহী মে শামস্ ও দোহা, তেরে চেহরায়ে নূর ফসা কী ক্বসম ॥
কসমে শব তার মে রায ইয়ে থা, কেহ হাবীব কী ফুলফে দো তা কী ক্বসম ॥
সে কোরআন মজীদেতে চাঁদ কি সুরুজ, তব নূরানী চেহারা পাকের কসম,
রাতের ও তমসার শপথে হেতু, কেশগুচ্চ মায়াবী দুয়ের কসম ॥
---------------------
তেরে খুলক্ব হক নে আযীম কাহা, তেরী খালক্ব কো হক নে জমীল কিয়া,
কোয়ী তুঝসা হুয়া হ্যায় নাহোগা শাহা, তেরে খালেকে হুসন্ ও আদা কী ক্বসম ॥
তব আখলাক শুনি হেথা খুলুকে আযীম, ভব সুন্দর সৃষ্টি রূপে সে অসীম,
নহে তুল্য তোমার কেউ না হবে কড়ু; রূপস্রষ্টা মহিমাময়ের কসম ॥
---------------------
উঅহ্ খোদা নে হ্যায় মর্তবা তুঝ কো দিয়া, নাহ্ কিসী কো মিলে না কিসী কো মিলা,
কেহ কালামে মজীদ নে খাঈ শাহা, তেরে শাহার ও কালাম ও বা কী ক্বসম ॥
বিধাতা সে মর্তবা দিয়েছে তোমায়, জুটেনি বরাতে কারো, কভু কেউ তা না পায়,
খোদ কুরআনে করীমও করেছে রাজন, তব বাণী, বসত, জীবনের কসম।
---------------------
তেরা মাসনাদে নায হ্যায় আরশে বরী, তেরা মাহরামে রায হ্যায় রূহে আমী
তু হী সরওয়ারে হার দো জাহাঁ হ্যায় শাহা, তেরা মিসল নেহী হ্যায় খোদা কী কসম ॥
আরশে ইলাহ্ তব পরশে ব্যাকুল, রূহুল আমীন-রাখে রহস্য অমূল,
দোজাহানে তুমিই সম্রাট রাসূল, অতুল, সে করুণাময়ের কসম ॥
---------------------
ইয়েহী আরয হ্যায় খালেকে আরদ্ব ও সামা উঅহ রাসূল হ্যাঁয় তেরে ম্যাঁয় বান্দাহ্ তেরা,
মুঝে উনকী জওয়ার মে দে উঅহ্ জাগাহ্ কেহ্ হ্যায় খুলস্ কো জিসকী সাফা কী ক্বসম ॥
এটাই আরজ ওগো স্রষ্টা ভবের, এ রাসূল তোমার আমি বান্দা জাতের,
তাঁরই কাছে দিও মোরে একটু সে ঠাঁই, যাকে অষ্ট বেহেশত সবের কসম ॥
---------------------
তুহী বান্দা পেহ্ করতা হ্যায় লুৎফ্ ও আতা, হ্যায় তুঝহী পেহ ভরোসা তুঝহী সে দুআ,
মুঝে জলওয়ায়ে পাকে রাসূল দেখা, তুঝে আপনে হী ইযয ও উলাকী কসম ॥
হে খোদা মায়া তব বান্দা পরে, ভরসা তোমার, মাঙি যুক্তকরে,
মোরে জলওয়া রাসুলের একটু দেখাও, তর ইজ্জত ও মহিমা নিজের কসম ॥
---------------------
মেরে গরচেহ গুনাহ হ্যায় হদ সে সিওয়া, মাগার উনসে উমীদ হ্যায় তুঝছে রাজা,
তু রাহীম হ্যায় উনকা কারাম হ্যায় পাওয়া, উত্সহ করীম হ্যাঁয় তেরী আতা কী ক্বসম ॥
নাহি সীমা যদি বা পাপে আমার, আশা তাঁরই পরে, তাহার তব দৃষ্টি উদার,
তুমি দয়ালু যে তাঁরই দয়া প্রমাণ, তিনি দাতা, তোমারই দানের কসম ॥
---------------------
ইয়েরী কেহতা হ্যায় বুলবুলে বাগে জিনাঁ, কেহ্ রেখা কী তরেহ কোয়ী সাহরে বয়াঁ
নেহী হিন্দ মে ওয়াসেফে শাহে হুদা, মুঝে শওখীয়ে ত্ববয়ে রেযা কী ক্বসম ॥
বাগে জান্নাতেরই বুলবুলি কহে, সে রেখার মতন যাদুগীত গাহে,
তাঁরই বন্দনা গাইতে যে হিন্দ-এ নাহি, রেখার উৎসাহী এই চিত্তের কসম ॥
---------------------