اكْتُبْ عَرِيضَةً إِلى مَدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ رُخْصَةً خَمْسَةِ أَيَّامِ لِلْحُضُورِ فِي زَوَاجِ أُخْتِكَ الصَّغَيْرَةِ - তোমার ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঁচ দিনের ছুটি চেয়ে অধ্যক্ষ বরাব একটি দরখাস্ত লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Join Telegram for More Books
اكْتُبْ عَرِيضَةً إِلى مَدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ رُخْصَةً خَمْسَةِ أَيَّامِ لِلْحُضُورِ فِي زَوَاجِ أُخْتِكَ الصَّغَيْرَةِ - তোমার ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঁচ দিনের ছুটি চেয়ে অধ্যক্ষ বরাব একটি দরখাস্ত লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السؤال : اكْتُبْ عَرِيضَةً إِلى مَدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ رُخْصَةً خَمْسَةِ أَيَّامِ لِلْحُضُورِ فِي زَوَاجِ أُخْتِكَ الصَّغَيْرَةِ - 

الإجابة   :
 
إلَى مُدِيرِ الْمَدْرَسَةِ
مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ  -
الْوَاسِطَةُ : مُدَرِّسُ الصَّف

الْمَوْضُوعَ : طَلَبُ الرُّحْصَةِ لِخَمْسَةِ أَيَّام -

سيدِي الْمُحْتَرَم !

السّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 
بَعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ وَالْاِحْتِرَامِ أَفَيَدُكُمْ عِلْمًا بِأَنِّي طَالِبٌ فِي السَّنَةِ الثَّانِيَةِ لِلْعَالِمِ مِنْ مَدْرَسَتِكُمُ الْمَشْهُورَةِ إِنَّ أَبِي الْمُحْتَرَمَ كَتَبَ رِسَالَةٌ إلَيَّ بِأَنَّ حَفْلَة نَوَاعِ أُخْتِي الصَّغِيرَةِ تَنْعقد فئ اليوم الثَّالِثِ عَشَرَ مِنْ هذَا الشَّهْرِ، فَانْتُمْ مَدْعُونَ لِهَذِهِ الْحَفَلَةِ. وَقَدْ مَسَّتْ لِي حَاجَةٌ إِلَى الْإِجَازَةِ لِخَمْسَةِ أَيَّامٍ مِنْ .... م إلى.... م في هذا الشَّهْرِ- 

فَالْمَرْجُو مِنْ سَعَادَتِكُمُ الْعَالِيَةِ أَنْ تَتَكَرَمُوا عَلَيَّ بِقَبُول هَذِهِ العَرِيضَةِ مَعَ الرَّحْصَةِ لِتِلْكَ الأَيَّامِ الْمَذْكُورَة وَلَكُمُ الشكر الجزيل 
وَالْاِحْتِرَامُ الْفَائِقُ - 

المُقَدِّمُ
تلْمِيذُكُمُ الْمُطيع
مُحَمَّدُ عَفَّانَ 
رقم التسلسل : ٣
الصف : الْعَالِمُ
التاريخ


প্রশ্ন: তোমার ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঁচ দিনের ছুটি চেয়ে অধ্যক্ষ বরাব একটি দরখাস্ত লেখ।

বরাবর,
অধ্যক্ষ মহোদয়,
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম 

বিষয় : পাঁচ দিনের ছুটির আবেদন ।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

বরকতময় অভিবাদন ও সম্মান নিবেদনের পর আপনাকে অবগত করতে চাই যে, আমি আপনার সুপ্রসিদ্ধ মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আমার পিতা আমার নিকট চিঠি পাঠিয়েছেন যে, এ মাসের তেরো তারিখ আমার ছোট বোনের বিবাহ অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এ অনুষ্ঠানে আমন্ত্রিত। তাই আমার চলতি মাসের ..... থেকে ..... পর্যন্ত পাঁচ দিনের ছুটি প্রয়োজন । 

অতএব আপনার সমীপে প্রত্যাশা যে, উক্ত দিনগুলোর ছুটির দরখাস্ত গ্রহণ করে আমাকে বাধিত করবেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মান রইল।


নিবেদক
আপনার অনুগত ছাত্র
মুহাম্মদ আফফান
রোল নং : ৩
শ্রেণি : আলিম
তারিখ :


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!