السؤال: اكْتُبْ عَرِيضَةً إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطلب فيها الْمُسَاعَدَةُ الْمَالِيَّةَ مِنْ صُندوقِ الطُّلابِ -
الإجابة:
إلَى مُدِيرِ الْمَدْرَسَةِ
الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ
الْوَاسِطَةُ : مُدَرِّسُ الصَّفِ
الْمَوْضُوعَ : طَلَبُ الْمُسَاعَدَةِ الْمَالِيَةِ مِنْ صُندوق الطلاب-
سيدِي الْمُحْتَرَم
السّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّاتِ الْمَسْنُونَةِ أَفَيْدَكُمْ عِلْمًا بِانّى طَالِبٌ مُواظب فِي الصَّبِ العالم. مُنْذُ سِت سَنَوَاتٍ اَنَا اَدْرُسُ فِى هَذِهِ الْمَدْرَسَةِ الْحَمْدُ لِلَّهِ نَجَمْتُ فِى الْاِخْتِبَارِ النَّهَانِي لِلسَّنَةِ الأُولَى مِنَ الْعَالِمِ بِتَقْدِيرِا+ بَدَاتِ الدراسة للسنة الثانية ولكِنْ حَتَّى الأن مَا اشْتَرَيْتُ الكُتُبَ الْمُسَاعِدَة للكتب الدراسية. وَذَلِكَ لِعَدَمِ امْكَانِيَّتِي الْمَالِيَّةِ لِأَنَّ أَبِي لَا يَسْتَطِيعُ اَنْ يَتَحَمَّلَ تَكَلُّفَتِي الدّرَاسِيّة. لهذا أنَا فِي حَاجَةٍ مَاشَةٍ إِلَى بَعْضٍ الْمُسَاعَدَةِ الْمَالِيَةِ مِنْ صُندوق الطلاب -
فَالْتَمِسُ إِلَيْكُمْ أَنْ تَعُدُّوا إِلَيَّ يَدَ الْمُسَاعَدَةِ كَيْ يَتَسَهُلَ لِي حُصُولُ العلومِ الدِّينِيَّةِ فِى مِثْلِ هَذِهِ الْمَدْرَسَةِ الْعَرِيقَةِ وَلَكُمْ جَزِيْلُ الشُّكْرِعَلَى حُسْنِ تَعَاوُنِكُمْ -
المقدم
مُحَمَّدُ عَبْدُ الْقُدوس
رقم النَّسَلْسُلِ : ١
الصَّفُ : العَالِمُ
التَّارِيخ :
প্রশ্ন : ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
মাধ্যম : শ্রেণিশিক্ষক
বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার আবেদন।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম বাদ আপনাকে জানাচ্ছি যে, আমি আপনার মাদরাসার আলিম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। ছয় বছর যাবৎ আমি এ মাদরাসায় অধ্যয়ন করছি। আলহামদুলিল্লাহ আমি আলিম ১ম বর্ষ সমাপনী পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি দ্বিতীয় বর্ষে অধ্যয়ন শুরু করেছি। কিন্তু এখনও আমি পাঠ্যবইয়ের সহায়ক বইগুলো ক্রয় করিনি। আমার অর্থনৈতিক অক্ষমতার কারণে তা হয়ে উঠেনি। কেননা আমার পিতার পক্ষে আমার লেখাপড়ার খরচ বহন করা সম্ভব নয়। সেজন্য ছাত্রকল্যাণ তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য আমার অতীব প্রয়োজন।
অতএব আপনার নিকট আমার আবেদন, আমার প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করবেন, যেন এ স্বনামধন্য মাদরাসায় দ্বীনি ইলম অর্জন আমার জন্য সহজ হয়। সদয় সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
নিবেদক
মুহাম্মদ আবদুল কুদ্দুস
রোল নং: ১
শ্রেণি: আলিম