الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ
الْمُقَدَّمَة :
انَّ الْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ الَّذِي أَمَرَنَا بِالاحْتِرَازِ عَنِ الْفِتْنَةِ وَالصَّلوةَ وَالسَّلَامَ عَلَى مِنْ إِزَالِ الْفِتْنَةِ مِنَ الْأَرْضِ وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ -
مَعْنَى الْفِتْنَةِ :
الْفِتْنَةُ لَفَظَ مُفْرَد جَمْعُهَا الْفِتَن. وهي في اللغة : الْخَيْرَةُ وَالابْتِلاءَ الْاِضْطِرَابُ الْعَذَابُ الضَّلَالَ، الْفَسَادُ -
وَفِي الْإِصْطِلاح :
الْفِتْنَةُ فِى اخْتِلَافُ النَّاسِ وَمَا يَقَعُ بَيْنَهُمْ مِنَ الْقِتَالِ -
مَعْنَى الْقَتْلِ :
الْقَتْلُ مَصْدَرُ مِنْ بَاب نَصَر ينصر، معناه في اللغة : الْإِمَانَةُ كَمَا قَالَ تَعَالَى : "وَقَتَلَ دَاوُدَ جَالُوْتَ" -
مُرَادُ قَولُهُ تَعَالَى الْفِتْنَةُ َأشَدُّ مِنَ الْقَتْلُ :
إِنَّ الْقِطْعَةَ الْمُذْكُورَة مَاخُودَةٌ مِنْ سُورَةِ الْبَقَرَةِ مِنْ قَوْلِهِ تَعَالَى : "وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدَّ مِنَ الْقَتْلِ" -
وَفِي نَفْسِيرِهِ قَالَ مُجَاهِدُ وَغَيْره :
الْفِتْنَةُ هُنا الْكُفْرُ أَي كَفْرُكُمْ أَكْبَرُ مِنْ قَبْلِكُمْ أُولئِكَ -
انواع الْفِتْنَةِ :
يُوجد أَنْوَاعِ كَثِيرَةً مِنَ الْفِتَنِ، مِنْهَا :
١- فِتْنَةُ الدُّنْيَا أَوْ فَسَادُهَا -
٢ - فِتْنَةُ النَّسَاءِ أَي الوقوع في الزنا -
٣ - فِتْنَةُ الْأَمْوَالِ وَالأولاد -
٤ -فتنة الدجال -
وسائل الاحتراز عن الوقوع فِي الْفِتْنَةِ :
هُنَاكَ عَدِيدُ مِنَ الْوَسَائِلِ مِنْهَا :
١ - الإيْمَانَ باللهِ : الْمُؤْمِنُ لا يَقَعُ فِى الْفِتْنَةِ وَلكِنَّ الْكَافِرُ واقع في الفتنة لأنَّ الْكُفْرِ نَفْسَهُ فِتْنَةٌ -
٢- العمل بالإخلاص : مَنْ يَعْمَلْ بِإِخْلاصِ قَلْبَهُ يَكُنِ الْإِخْلاصَ وَسِيْلَةٌ له الاختراز عن الوقوع في الْفِتْنَةِ -
٣- التقوى : التَّقْوَى مِنْ أَكْبرِ الْوَسَائِلِ لِلاخْتِرَازِ عَن الوقوع في الْفِتْنَةِ لَانَّهُ مَنْ يَتَّقِى الله يَحْفَظُهُ الله مِنْ كُلَّ شَرٌ وَفِتْنَةٍ -
٤- الصَّبْرُ : الصَّبْرُ وَسِيْلُ كَبِيرَةُ الاحْتِرَانِ عَنِ الوقوع في الفتنة -
ه - عدم الايقاع فى الشَّالّ : مَنْ لَا يُوقَعَ نَفْسَهُ فِي الشَّلَّ لَا يَكَادُ أَنْ يَقَعُ في الفتنة -
الخاتمة :
عَلى كُلِّ امْرِي مُسلِم أن يجتنب الْفِتْنَةَ وَالْفَسَادَ وَيَتَحَلى نَفْسَهُ بِالْأَعْمَالِ الصَّالِحَة -
ফেতনা হত্যার চেয়েও জঘন্য
উপস্থাপনা :
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ফেতনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ (স)-এর প্রতি, যিনি পৃথিবী থেকে ফেতনা দূরীভূত করেছেন। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি ।فِتْنَة -এর অর্থ :
فِتْنَةُ এ শব্দটি একবচন, বহুবচনে فتْنَ, এর আভিধানিক অর্থ- পরীক্ষা করা, বিশৃঙ্খলা করা, শাস্তি, গোমরাহি, দুর্নীতি। পরিভাষায়- ফেতনা হলো, মানুষের মধ্যকার বিরোধ এবং তাদের মাঝে সংঘটিত যুদ্ধ।
১. দুনিয়ার ফেতনা তথা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা।
২. নারীদের ফেতনা তথা যেনায় লিপ্ত হওয়া।
৩. সম্পদ ও সন্তানদের ফেতনা।
৪. দাজ্জালের ফেতনা।
১. আল্লাহর প্রতি ঈমান : মুমিন ফেতনায় পড়ে না; কিন্তু কাফের ফেতনায় পতিত। কেননা কুফরী স্বয়ং ফেতনা ।
২. নিষ্ঠার সাথে আমল : যে ব্যক্তি নিষ্ঠার সাথে আমল করে নিষ্ঠা তার জন্য ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার একটি উসিলা হয়ে থাকে ।
৩. তাকওয়া : তাকওয়া ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার এটি অন্যতম মাধ্যম। কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সকল প্রকার অনিষ্ট ও ফেতনা থেকে রক্ষা করে।
৪. ধৈর্য : ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার বিরাট একটি মাধ্যম হলো ধৈর্য।
৫. সন্দেহে পতিত না হওয়া : যার মন সন্দেহে পতিত হয় না, সে প্রায় ফেতনায় পতিত হয় না।
قَتْل-এর অর্থ :
قَتْل শব্দটি বাবে نَصَر ينصر-এর মাসদার। এর আভিধানিক অর্থ- মেরে ফেলা, হত্যা করা। যেমন আল্লাহ তায়ালা বলেন- "দাউদ জালুতকে হত্যা করেছে”।আল্লাহর বাণী الْفِتْنَةُ َأشَدُّ مِنَ الْقَتْلُ -এর মর্মার্থ :
উল্লিখিত অংশটি সূরা বাকারার অন্তর্গত আল্লাহর বাণী “আর তাদেরকে বের করে দাও যেমনি করে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। আর ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম” থেকে গৃহীত। এ আয়াতের তাফসীরে মুজাহিদ (র) বলেন, এখানে ফেতনা অর্থ কুফরী। অর্থাৎ ওদেরকে হত্যার চেয়ে তোমাদের কুফরী করা জঘন্যতম।ফেতনার প্রকার:
ফেতনা অনেক প্রকারের রয়েছে। তন্মধ্যে রয়েছে-১. দুনিয়ার ফেতনা তথা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা।
২. নারীদের ফেতনা তথা যেনায় লিপ্ত হওয়া।
৩. সম্পদ ও সন্তানদের ফেতনা।
৪. দাজ্জালের ফেতনা।
ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার উপায়সমূহ :
এর অনেক উপায় রয়েছে। তন্মধ্যে-১. আল্লাহর প্রতি ঈমান : মুমিন ফেতনায় পড়ে না; কিন্তু কাফের ফেতনায় পতিত। কেননা কুফরী স্বয়ং ফেতনা ।
২. নিষ্ঠার সাথে আমল : যে ব্যক্তি নিষ্ঠার সাথে আমল করে নিষ্ঠা তার জন্য ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার একটি উসিলা হয়ে থাকে ।
৩. তাকওয়া : তাকওয়া ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার এটি অন্যতম মাধ্যম। কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সকল প্রকার অনিষ্ট ও ফেতনা থেকে রক্ষা করে।
৪. ধৈর্য : ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার বিরাট একটি মাধ্যম হলো ধৈর্য।
৫. সন্দেহে পতিত না হওয়া : যার মন সন্দেহে পতিত হয় না, সে প্রায় ফেতনায় পতিত হয় না।