اُكْتُبْ طَلَبًا إلى رَئِيسِ مَجْلِسِ التَّعْلِيمِ لِمَدَارِسِ بنغلاديش دالكا تَطْلُبُ مِنْهُ الْمِنْحَةَ الدّرَاسِيَّةَ لِسَنَةٍ وَاحِدَةٍ - এক বছরের শিক্ষাবৃত্তি চেয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Join Telegram for More Books
اُكْتُبْ طَلَبًا إلى رَئِيسِ مَجْلِسِ التَّعْلِيمِ لِمَدَارِسِ بنغلاديش دالكا تَطْلُبُ مِنْهُ الْمِنْحَةَ الدّرَاسِيَّةَ لِسَنَةٍ وَاحِدَةٍ - এক বছরের শিক্ষাবৃত্তি চেয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

 السؤال : اُكْتُبْ طَلَبًا إلى رَئِيسِ مَجْلِسِ التَّعْلِيمِ لِمَدَارِسِ بنغلاديش دالكا تَطْلُبُ مِنْهُ الْمِنْحَةَ الدّرَاسِيَّةَ لِسَنَةٍ وَاحِدَةٍ -

الْإِجَابَة 
إلى رئيس مَجْلِسِ التَّعْلِيمِ لِمَدارس بَنْغَلَادِيشَ دَاكًا. 

الْمَوْضُوعُ : طَلَبَ انْحَةِ الدِّرَاسِيَّةِ لِسَنَةٍ وَاحِدَةٍ -

سيدِي الْمُحْتَرَم!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُ

بَعْدَ أَنْ أُقَدِّمَ إِلى فضيلتكم الا حترام َ المُنَاسِبَ أَفَيْدَكُمْ عِلْمًا بِأَنِّي أَدْرُسُ فِي السَّنَةِ الْأُولَى لِلْعَالِمِ فِي الْمَدْرَسَةِ الْحُكُومِيَّةِ الْعَالِيَةِ بِدَاكًا. أَبِي شَيْخُ كَبِيرُ لَا يَسْتَطِيْعُ عَلَى الْعَمَلِ. وَلِيْ أَرْبَعَةُ إِخْوَانِ وَأَخَوَاتٍ أَيْضًا. كُلُّهُمْ يَدْرُسُوْنَ فِي الْمَدَارِسِ الدِّينِيَّةِ لَا يُمْكِنُ لِأَبِي تَحَمَلَ نَفَقَةِ دِرَاسَتِي، لِذَا أَنَا بِحَاجَةٍ مَاسَّة إلى الْمِنْحَةِ الدِّرَاسِيَّةِ مِنْ مَجْلِسِ التَّعْلِيمِ لِمَدَارِسَ بَنْغَلاديش -
فَنَرْجُو مِنْ مَعَالِيْكُمْ أَنْ تَتَكَرَمُوا عَلَيْنَا بِقُبُولِ الْمِنْحَةِ الدّرَاسِيةِ لِلسَّنَةِ الْوَاحِدَةِ، وَلَكُمْ جَزيل الشكر وفائق الاحترام -

المقدم
عبد الله
الصف : الْعَالِمُ
الْمَدْرَسَةُ.......... 
 التاريخ..........


প্ৰশ্ন : এক বছরের শিক্ষাবৃত্তি চেয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত লেখ ।


বরাবর
চেয়ারম্যান,
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা

বিষয় : এক বছরের শিক্ষাবৃত্তির আবেদন।

মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

আপনার প্রতি যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, আমি সরকারি মাদরাসা-ই আলিয়া ঢাকায় আলিম প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আমার পিতা অতিশয় বয়োবৃদ্ধ, তিনি কাজ করতে সমর্থ নন। আমার আরও চার ভাইবোন রয়েছে, তারা সকলে দ্বীনি মাদরাসায় অধ্যয়ন করে। আমার পিতার পক্ষে আমার পড়ালেখার খরচ বহন করা সম্ভব নয়। তাই আমি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষাবৃত্তির মুখাপেক্ষী।

অতএব, আপনার সমীপে আবেদন আমাকে এক বছরের শিক্ষাবৃত্তি মঞ্জুর করে ধন্য করবেন। আপনার জন্য অনেক কৃতজ্ঞতা ও উচ্চ সম্মান রইল।

নিবেদক
আবদুল্লাহ
শ্রেণি : আলিম
মাদরাসা...............
তারিখ :


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!