السؤال : اكْتُبْ عَرِيْضَةً إِلَى الْأَمِينِ الْعَامِ لِرَابِطَةِ الْعَالَمِ الإسلامى تَطْلَب فِيهَا الْمَسَاعَدَةَ الْمَالِيَّةَ لِمَدْرَسَتِكُم -
الإجابة :إلَى الْأَمِينِ الْعَامِ
رَابِطَةُ الْعَالَمِ الْإِسْلَامِي، مَكَةُ المُكَرَمَةُ، اَلْمَمْلَكَةُ الْعَرَبِيَّةُ السَّعودية.
الْمَوْضُوعَ : طَلَبَ الْمُسَاعَدَةِ الْمَالِيَة-
سيدى المُحْتَرَم
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
نُقَدِّمُ إِلَى مَعَالِيْكُمْ أَسْمَى التَّحِيَّاتِ وَاَوْفَرَ الثَّمَنِيَّاتِ وَنَشْكُرُكُمْ لِمَا تَبْتُلُونَ مِنْ جَهُودٍ عَظِيمَةٍ لِخِدْمَةِ الإِسْلَامِ وَالْمُسْلِمِينَ فِي كَأَفَّةِ أَنْحَاءِ الْعَالَمِ. ثُمَّ نَفِيدُكُمْ عِلْمًا بِأَنَّ مَدْرَسَةَ تَعْمِيرِ الْمِلَّةِ هِيَ مَدْرَسَةُ دِينِي نَمُوذَحِيَّةٌ تَقُومُ بِنَشْرِ الْعُلُومِ الدِّينِيَّةِ وَالثَّقَافَةِ الْإِسْلَامِيَّةِ وَتَعْلِيمِ اللُّغَةِ العَرَبِيَّةِ بَيْنَ أَبْنَاءِ مُسْلِمِن بَنْغَلَادِيْشَ وَانْتَشَرَتْ شُهْرَتُهَا فِي اَرْجَاءِ الْبِلادِ. وَبَدَأَ الطَّلَابُ يَعْدُونَ إِلَيْهَا لِتَلْقِي الْعُلُومَ الصَّحِيحَةَ وَالْعَقِيْدَةَ الْخَالِصَةَ وَلكِنْ لِضَيْقِ الْمَبَانِي الدراسيةِ وَالسَّكَنِيَّةِ لَا يُمْكِنُ الْحَاقُّ كَثِير مِنَ الطُّلابِ الْوَافِدِينَ مِنْ أَرْجَاءِ الْبِلَادِ لِهَذَا نَحْنُ فِي حَاجَةٍ إِلَى تَعْمِيرِ مَبَانِى جَدِيدَةٍ. وَلكِنْ لَا يُمْكِنُ تَعْمِيرُهَا لِضَعْفِ إمْكَانِيَّةِ مَالِيَّة -
فَالرَّجَاءُ مِنْ حَضْرَتِكُمُ الْعَالِيَةِ اَنْ تَمُدُّوا أَيْدِيَكُمُ الْمُتَعَاوِنَةَ إِلَى مِثْلِ هذِهِ الْمُؤَسَّسَةِ الدِّينِيَّةِ مُتَعَاوِنِيْنَ عَلَى الْبِرِّ وَالتَّقْوَى كَيْ يُمْكِنُ نَشْرُ. الْعُلُومِ وَالثَّقَافَةِ الإِسْلَامِيَّةِ بَيْنَ الأجْيَالِ النَّاشِئَةِ وَلَكُمْ جَزِيلُ الشُّكْرِ-
فَالرَّجَاءُ مِنْ حَضْرَتِكُمُ الْعَالِيَةِ اَنْ تَمُدُّوا أَيْدِيَكُمُ الْمُتَعَاوِنَةَ إِلَى مِثْلِ هذِهِ الْمُؤَسَّسَةِ الدِّينِيَّةِ مُتَعَاوِنِيْنَ عَلَى الْبِرِّ وَالتَّقْوَى كَيْ يُمْكِنُ نَشْرُ. الْعُلُومِ وَالثَّقَافَةِ الإِسْلَامِيَّةِ بَيْنَ الأجْيَالِ النَّاشِئَةِ وَلَكُمْ جَزِيلُ الشُّكْرِ-
وَفَائِقُ الْاِحْتِرَامِ.
المُقدم
عَبْدُ السُّبْحَانِ
التَّارِيخ:
المُقدم
عَبْدُ السُّبْحَانِ
التَّارِيخ:
প্রশ্ন : তোমাদের মাদরাসার জন্য আর্থিক সাহায্য চেয়ে রাবেতা আল আলম আল ইসলামীর মহাসচিব বরাবর একটি দরখাস্ত লেখ ।
বরাবর
মহাসচিব
রাবেতা আল আলম আল ইসলামী, মক্কা মুকাররামা, সৌদি আরব।
বিষয় : আর্থিক সাহায্যের আবেদন।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আপনার প্রতি সর্বোচ্চ অভিবাদন জ্ঞাপন ও পূর্ণ শুভকামনা ব্যক্ত করছি এবং আপনি বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সেবায় যে বিশাল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এজন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতঃপর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, তামিরুল মিল্লাত মাদরাসা একটি দ্বীনি আদর্শ মাদরাসা, যা বাংলাদেশের মুসলিম সন্তানদের মাঝে দ্বীনি শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও আরবি ভাষার শিক্ষা প্রচার করে যাচ্ছে। দেশের সকল প্রান্তে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। ছাত্ররা বিশুদ্ধ ইলম ও খাঁটি আকিদা অর্জনের জন্য এখানে আগমন করছে। কিন্তু শিক্ষাভবন ও ছাত্রাবাসের অপর্যাপ্ততার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রদের ভর্তি করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের নতুন ভবন নির্মাণ করা খুবই প্রয়োজন । কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না ।
অতএব আপনার সমীপে প্রত্যাশা যে, কল্যাণ ও তাকওয়ার কাজে সাহায্য করার ভিত্তিতে এরূপ দ্বীনি প্রতিষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যেন নতুন প্রজন্মের মাঝে জ্ঞান ও ইসলামী সংস্কৃতির প্রসার ঘটানো সম্ভব হয়।
আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মান রইল ।
নিবেদক
আবদুস সোবহান
তারিখ :