السؤال : اكْتُبْ عَرِيضَةً إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ فِيهَا شَهَادَةً الانتقال -
الإجابة :
إلى مُدِيرِ الْمَدْرَسَةِ
الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شَيْنَاغونغ ،
الْمَوْضُوعَ : طَلَبُ شَهَادَةِ الْانْتِقَالِ -
سَيْدِي الْمُحْتَرَم
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ أَفَيْدُكُمْ عِلْمًا بِانّى أَحَدُ الطَّلَبَةِ الدَّارِسِينَ فِي الصَّفِ الْعَالِم فِى هَذهِ المَدْرَسَةِ، مُنْذُ خَمْسِ سَنَوَاتٍ أَدْرَسُ فِيْهَا وَاسْكُنُ مَعَ أَسْرَتِى وَلَكِنْ فِى الشَّهْرِ الْمَاضِي إِنْتَقَلُ أَبِي إِلَى الْوِزَارَةِ التَّعْلِيمِيَّةِ بِدَاكَا، فَالْانَ لَيْسَ لِى سَبِيلَ لأَسْكُنَ فِي سِلْهِنَّ لِهَذَا أُرِيدُ مِنْكُمْ شَهَادَةَ الْاِنْتِقَالِ-
فَالْالْتِمَاسُ إِلى فَضِيلَتِكُمُ الْعَالِيَةِ أَنْ تَتَكَرَّمُوا عَلَيَّ بِاِعْطَاءِ شَهَادَةِ الْاِنْتِقَالِ وَلَكُمْ جَزِيلُ الشَّكْرِ وَفَائِقُ الْاِحْتِرَام-
الْمُقَدِّمُ -
مُحَمَّد عَبْدُ الْخَالِقِ
رقم التسلسل : ٢
الصَّفَ : الْعَالِمُ
التاريخ: .......
প্রশ্ন : টি.সি. চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ ৷
বরাবরঅধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
বিষয় : টি.সি.-এর আবেদন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহবরকতময় অভিবাদনপূর্বক আপনাকে জানাচ্ছি যে, আমি এ মাদরাসার আলিম শ্রেণিতে অধ্যয়নরত একজন ছাত্র। পাঁচ বছর যাবৎ আমি এ মাদরাসায় পড়াশুনা করছি এবং আমি আমার পরিবারের সাথে বসবাস করছি। আমার পিতা গত মাসে ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে বদলি হন। ফলে এখন আমার পক্ষে সিলেটে অবস্থান করা সম্ভব নয়। তাই আমি আপনার নিকট টি.সি.-এর আবেদন করছি।
অতএব আপনার সমীপে আবেদন, আমাকে টি.সি. প্রদান করে বাধিত করবেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও সম্মান রইল।
নিবেদক
মুহাম্মদ আবদুল খালেক
রোল নং : ২
শ্রেণি : আলিম
তারিখ :.......