الانشاء : دور التَّلْفِزيون فِي الْحَيَاةِ الْيَوْمِيَّةِ | রচনা : দৈনন্দিন জীবনে টেলিভিশনের ভূমিকা | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Join Telegram for More Books
الانشاء :  دور التَّلْفِزيون فِي الْحَيَاةِ الْيَوْمِيَّةِ |  রচনা : দৈনন্দিন জীবনে টেলিভিশনের ভূমিকা | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

  دور التَّلْفِزيون فِي الْحَيَاةِ الْيَوْمِيَّةِ 

الْمُقَدَّمَةُ :

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَنَا إِنْسَانَا وَأَعْطَانَا عِلْمُ الْاخْتِرَاعُ وَمِنْ مخْتَرَمَاتِ الْإِنْسَانِ التَّلْفِزيون -

تعريف التَّلْفِزيون :

إِنَّ التَّلْفِزيون هُوَ أَعْجَبُ الْمُخْتَرَعَات العلمية. وَهُوَ الَةٌ يَسْمَعُ بها الأصوات ويُعايِنُ بهَا الْأَحْوَالَ مَعَ تَحَقِّقِ الْبُونَ الْبَعِيدَ بَيْنَ النَّاظِرِ وَالْمَنْظُورِ. وَهُوَ يُذِيعُ لَنَا الْأَخْبَارَ مَعَ التَّصَاوِيْرِ-

اخْتِرَاع التَّلْفِزيون :

اِخْتَرَعَ حَكِيمُ اسْكَتَلَنْدِي جَنْ لَوغِي بَيَارَد التَّلْفِزِيَونَ سَنَةَ ١٩٢٦م. وَجَاءَ التَّلْفِزيون في بنغلادِيْشَ سَنَةَ ١٩٦٤م -

دور التَّلْفِزيون: 

لِلتِّلْفِزيون دُوَرُ كَبِيرٌ فِي حَيَاتِنَا الْيَوْمِيةِ. نَحْنُ نَّسْمَعُ وَنَنظُرُ بِهِ الْأَخْبَارَ وَالْوَاقِعَاتِ مَا يَقَعُ فِي أَنْحَاءِ الْعَالِم مَعَ التصاوير جَالِسًا فِي بُيُوتِنَا -

دور لتَّلْفِزيون فِي إِرَاةِ الْمَنَاظِرِ : 

إِنَّ التَّلْفِزيون اله مهمة الإرادة المناظر وحصولِ الْمَعْرِفَةِ. فَإِنَّهُ يَظْهَر لَنَا التَّصَاوِيرَ وَالْمَنَاظِرُ الْعَجِيبَةُ لِمُخْتَلِفِ الْبَرَامِج -

دورة فِي إِشَاعَةِ الْعلوم :

للتلفزيون تور عَظِيمُ فِي إِشَاعَةِ الْعُلُومِ. ينشر التلفزيون كَثِيراً مِنَ الْبرامج الإِشَاعَةِ الْعُلُومِ، وَهُوَ يَنْشُرُ المقالات العلمية والثقافية والسياسية وَالْاقْتِصَادِيَّةُ وَأَيْضًا يَنْسرُبَعْضُ الْجَامِعات دروسَهُمْ بِوَاسِطَةِ التَّلْفِزيون -

دوره فِي إِشَاعَةِ الْإِسْلام :

التَّلْفِزيونَ مِنَ الْوَسَائِطِ الْهَامَّةِ لِإِشَاعَةِ الإسلام، فإنه ينشر الأذان وتلاوة القرآن وَتَفْسِيرِهِ وَدُرُوسُ القُرآنِ  وَالْأَحَادِيثِ وَالْمُحَادَثُةِ الدِّينِيَةِ -

 مُضِرٌّ التَّلْفِزيونَ :

في التَّلْفِزيونَ مُضِرٌّ لِلنَّاسِ أَيْضًا لِأَنَّهُ يَنْسرُيه البرامج السَّيِّئَةَ وَالْأَغْنِيَةِ الْخَبِيثَةِ وَالْأَفْلَامِ الْفَاحِشَةِ -

 الخاتمة : 

عَلَيْنَا أن نستفيد التَّلْفِزيونَ بِاسْتِخْدَامَاتِ صَحِيحَةٍ مِنَ الأخبار والبرامج الْحَسَنَةِ، وَنَجْتَنِبُ الأَفْلَام الْفَاحِشَةَ وَالْأَغْنِيَةَ الْخَبيثَة -


দৈনন্দিন জীবনে টেলিভিশনের ভূমিকা

উপস্থাপনা :

সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং উদ্ভাবনের জ্ঞান দান করেছেন । আর মানুষের আবিষ্কৃত বিষয়ের মাঝে রয়েছে টেলিভিশন ।

টেলিভিশনের পরিচয় :

টেলিভিশন বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। এটা এমন যন্ত্র, যার সাহায্যে আওয়াজ শোনা যায় এবং দর্শক ও দৃশ্যের মাঝে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও সরাসরি অবস্থা দেখা যায়। এটা ছবিসহ আমাদের কাছে সংবাদ প্রচার করে।

টেলিভিশন আবিষ্কার :

স্কটিশ বিজ্ঞানী জনলগী বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার • করেন। আর বাংলাদেশে ১৯৬৪ সালে টেলিভিশন এসেছে।

টেলিভিশনের ভূমিকা :

আমাদের দৈনন্দিন জীবনে টেলিভিশনের অনেক ভূমিকা রয়েছে। আমরা এর দ্বারা সংবাদ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ঘটনাবলি ঘরে বসে সচিত্র দেখি ও শুনি।

দৃশ্য প্রদর্শনের ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা :

দৃশ্য প্রদর্শন ও জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো টেলিভিশন । এটি বিভিন্ন অনুষ্ঠানের চমৎকার দৃশ্য ও ছবি প্রকাশ করে।

জ্ঞান প্রসারে টেলিভিশনের ভূমিকা :

জ্ঞান প্রসারের ক্ষেত্রে টেলিভিশনের বিরাট ভূমিকা রয়েছে। জ্ঞানবিজ্ঞান প্রসারে টেলিভিশন অনেক প্রোগ্রাম প্রচার করে। এটা জ্ঞান, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনৈতিক প্রবন্ধাবলি প্রচার করে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় টেলিভিশনের মাধ্যমে তাদের পাঠও প্রচার করে থাকে ।

ইসলাম প্রচারে টেলিভিশনের ভূমিকা :

টেলিভিশন ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটা আযান, কুরআন তেলাওয়াত, তাফসীর, দরসে কুরআন ও হাদীস এবং দ্বীনি আলোচনা প্রচার করে।

টেলিভিশনের ক্ষতিকর দিক :

টেলিভিশনে মানুষের ক্ষতিকর দিকও রয়েছে। কেননা এর দ্বারা খারাপ প্রোগ্রাম, নোংরা গান, অশ্লীল ফিল্ম প্রচার করা হয়।

উপসংহার :

আমাদের দায়িত্ব হলো, সঠিক ব্যবহারের মাধ্যমে টেলিভিশন দ্বারা উপকৃত হওয়া। যেমন- সংবাদ ও ভালো প্রোগ্রাম দ্বারা উপকৃত হওয়া। আর অশ্লীল ছবি ও নোংরা গান থেকে বিরত থাকা।
 


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!