যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে - আহমেদ নুর সাজ্জাদ | Jodi Naat Likhte Likhte - Ahmed Nur Sajjad
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে ২
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিওরে এসে ২
আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়
কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই ২
যদি মনের মতো গাঁথা মনের মত না হয়
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে
আআআআ - তুমি ঘুম পাড়িয়ে দিও।
কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কিগো নিশ্চয় ২
আআআআ -
যদি রাখ সত্যি সত্যি চরণ পাপীর ঘরে ২
জীবন কাটিয়ে দিব তার ছাপের চারপাশে
আআআআ - তুমি ঘুম পাড়িয়ে দিও।
লিখে এই বাসনায় আহমক গজল নাতে পাক
হয় আসবে ভাঙ্গা ঘরে নয় পরবে তোমার ডাক ২
আআআআ-
যোগ্যতার বেহাল দশা তবু কিসের হতাশা ২
তার আশা ভরসা তুমি তোমাকে ভালোবাসে
আআআআ- তুমি ঘুম পাড়িয়ে দিও।
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে
যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে।