রাসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় - মাওলানা সেলিম রিয়াদ হক্কানী | Rasul Ami Tomay Na Cinile Tomar Ki Ase Zay - Maulana Selim Riyad Haqqany

Join Telegram for More Books

রাসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়
কথাঃ মাওলানা সেলিম রিয়াদ হক্কানী

ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
রাসুল আমি তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়,
মোরা তোমায় না চিনিলে, তোমার কি আসে যায়,
দোনো জাহান তোমারি, নুরী চরণে ঝুকায় (ঐ)

তুমি ছিলে জমিনে আর
চন্দ্র ছিল আসমানে,
মক্কার কাফেরগণে
নবুওয়ত প্রমাণে
করে তোমায় আবেদন
চন্দ্র করতে দ্বিখন্দন
দেখে তোমার তরজনি- ইয়া
রাসুলাল্লাহ (দ:)
চাঁদ হয়ে যায় কোরবানি
আশেকের পরিচয় মিলে
চির অম্লান হয়ে যায় (ঐ)

বন-জঙ্গলের বাঘ হরিণ
মনে আনতে সুখের বিন
তোমার নামে প্রতিদিন
দরুদ পড়ে সিমাহীণ
তোমায় চিনার মত যে চিনেছে- ইয়া
রাসুলাল্লাহ (দ:)
পাওয়ার মত সে পেয়েছে,
এমন পাওয়া পেয়েছে সে
যে পাওয়ার উপমা নাই (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!