২০২৩ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে ২৮ জুলাই ২০২৩ (শুক্রবার) দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।
2023 SSC and Dakhil equivalent exam results are going to be published on July 28 2023 (Friday) at 12 noon, the exam results will be published simultaneously in each center educational institution and online.
SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে:
- অনলাইনে
- মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
এসএমএস করে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে।
অনলাইনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ
নিচের দুইটা লিংক থেকে সরাসরি আপনি ফলাফল দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটাতে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।
১) প্রথম লিংক:
www.educationboardresults.gov.bd
২) দ্বিতীয় লিংক:
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:
মাদ্রাসা শিক্ষা বোর্ডর দাখিল এর প্রতিষ্ঠান, জেলা, থানা, কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখুন
- নিচের লিংকে: