المقالة : قِيْمَةُ الْوَقْتِ
الْمُقَدِّمَةُ : حَيَاةُ الْإِنْسَانِ مُتَعَلِّقَةٌ بِالْوَقْتِ الْمَحْدُودِ - إِذَا اسْتَشْعَرَ الْإِنْسَانُ بِقِيْمَتِهِ إِسْتَخْدَمَهُ اِسْتِخْدَامًا جَيْدًا وَيَنْجَحُ بِهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ -
الْمُرَادُ بِقِيْمَةِ الْوَقْتِ : اَلْمُرَادُ بِالْوَقْتِ هُوَ كُلُّ جُزْءٍ مِنْ أَجْزَاءِ الْحَيَاةِ وَكُلُّ حِيْنِ مِنْ عُمْرِهِ وَالْمُرَادُ بِقِيْمَةِ الْوَقْتِ قَدْرُ الْوَقْتِ وَعَدَمُ تَصْبِيْعِهِ -
أهمية الْوَقْتِ : الْوَقْتُ أهَمُّ الْأَشْيَاءِ الْغَالِيَة فِي حَيَاةِ الْإِنْسَانِ فَالْإِنْسَانُ يَنْجَحُ فِي حَيَاتِهِ بِاسْتِغْلَالِ الْوَقْتِ وَيَخْسَرُ فِي حَيَاتِهِ لِعْدَمٍ اسْتِغْلَالِهِ وَتَصْبِيْعِهِ عَبَثًا وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى يَسأَلُ النَّاسَ عَنْ حَيَاتِهِ أَيْ كُلِّ حِيْنِ مِنْ عُمُرِهِ يَوْمَ الْحِسَابِ. لِذَا قَالَ النَّبِيُّ ﷺ : "اغْتَنِمْ حَيَاتكَ قَبْلَ مَوْتِكَ وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ".
كَيْفِيةُ اسْتِخْدَامِ الْوَقْتِ : عَلَى كُلِّ إِنْسَانٍ أَنْ يَسْتَخْدِمَ وَقْتَهُ اسْتِخْدَامًا صَحِيحًا. فَلَا يُضِيعُ وَقْتَهُ بِدُونِ عَمَلٍ، يُقْسِمُ أَوْقَاتَ حَيَاتِهِ لِلنُّوْمِ بَعْضَهَا وَلِلْعِبَادَاتِ بَعْضَهَا وَلِكَسْبِ الْمَالِ الْحَلَالِ بَعْضَهَا وَلِلنُّزُهَةِ بَعْضَهَا وَلِتَحْصِيْلِ الْعُلُومِ بَعْضَهَا. وَعَلَى كُلِّ طَالِبٍ أَنْ لَا يَتْرُكَ عَمَل الْيَوْمِ لِلْغَدِ بَلْ يُتِمُ كُل عَمَلٍ فِي وَقْتِهِ. فَيُحَدِّدُ لِمُطَالَعَةِ الْكُتُبِ الدِّرَاسِيةِ بَعْضَ الْأَوْقَاتِ وَبَعْضَهَا لِمُطَالَعَةِ الْكُتُبِ الْخَارِجِيَّةِ وَالْجَرَائِدِ وَبَعْضَهَا لِلْعَبِ وَالرِّيَاضَةِ الْجِسْمَانِيَّةِ وَبَعْضَهَا لِلْأكْلِ وَالْغُسْلِ. وَيَعْمَلُ كُلَّ عَمَلٍ دَائِمَا فِي وَقْتِهِ الْمُنَاسِب وَلَا يُضِيعُهُ.
الْخَاتِمَةُ : عَلى كُلِّ فَرْد مِنَ النَّاسِ أَنْ يَسْتَخْدِمَ الْأَوْقَاتَ اسْتِخْدَامًا صَحِيحًا، لأنَّ النَّجَاحَ مَوْقُوْفٌ عَلَى اسْتِخْدَامِ الْأَوْقَاتِ صَحِيحًا.
আরবি প্রবন্ধ/রচনা: সময়ের মূল্য
উপস্থাপনা : মানবজীবন নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। যখন মানুষ সময়ের মূল্য বুঝবে তখন সঠিকভাবে এটি ব্যবহার করবে আর এর ফলে ইহকাল ও পরকালে সফল হবে।
সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য : সময় দ্বারা উদ্দেশ্য, জীবনের প্রতিটি অংশ এবং বয়সের প্রতিটি ক্ষণ। আর সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য, সময়কে মূল্যায়ন করা ও বিনষ্ট না করা।
সময়ের গুরুত্ব : সময় মানবজীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। মানুষ সময়কে উত্তমভাবে ব্যবহার করে জীবনে সফল হয়। আর উত্তমরূপে ব্যবহার না করলে ও অনর্থক নষ্ট করলে জীবনে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তায়ালা বিচার দিবসে মানুষকে তার জীবন সম্পর্কে অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আর এ কারণেই নবী কারীম (স) ইরশাদ করেন- “মৃত্যুর পূর্বে তোমার জীবনকে এবং বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যবান মনে কর"।
সময়ের ব্যবহার পদ্ধতি : প্রত্যেক মানুষের কর্তব্য হলো, সঠিকভাবে তার সময়কে ব্যবহার করা। কাজেই কর্মহীনভাবে সে তার সময় বিনষ্ট করবে না। সে তার সময়কে ভাগ করবে যে, ঘুমের জন্য কিছু সময়, ইবাদতের জন্য কিছু সময়, হালাল সম্পদ অর্জনের জন্য কিছু সময়, বিনোদনের জন্য কিছু সময় এবং জ্ঞান অর্জনের জন্য কিছু সময়। প্রতিটি ছাত্রের কর্তব্য আজকের কাজ কালকের জন্য রেখে না দেওয়া; বরং যথাসময়ে প্রতিটি কাজ সম্পন্ন করা। তাই সে পাঠ্যবই পড়ার জন্য কিছু সময়, পাঠ্যপুস্তক বহির্ভূত বই ও পত্রিকা পড়ার জন্য কিছু সময়, খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের জন্য কিছু সময়, খাওয়া ও গোসলের জন্য কিছু সময় নির্দিষ্ট করবে। সর্বাবস্থায় প্রতিটি কাজ যথোপযুক্ত সময়ে করবে এবং বিনষ্ট করবে না।
উপসংহার : প্রত্যেক মানুষের দায়িত্ব হলো, সময়কে সঠিকভাবে ব্যবহার করা। কারণ সফলতা সময়ের সুষ্ঠু ব্যবহারের ওপর নির্ভর করে।