السُّؤَالُ : اكْتُبْ رِسَالَةٌ بِالْعَرَبِيَّةِ إِلى أَخِيكَ لِإِرْسَانِ خَمْسِمِائَةِ تَاكَا -
الْإِجَابَةُ :
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
جُنَيْدُ
مَدْرَسَة الجامعة الأحمدية السنية العالية
التاريخ : ٦/٢/. ٢٠٢٣
أُخِيَ الْمُعَذِّزُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الطَّيِّبَةِ أَرْجُو أَنْكُمْ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ بِعَوْنِ اللَّهِ تَعَالَى وَأَنَا أَيْضًا بِالْخَيْرِ وَالْعَافِيَةِ بِفَضْلِ اللهِ وَحُسْنِ دُعَائِكُمْ يَا أَخِي أَنْتَ تَعْلَمُ أَنَّكَ رَئِيْسَ فِي أُسْرَتِنَا بَعْدَ وَفَاةِ أَبِيْنَا الْمُكَرْمِ عَلَيْكَ أَنْ تُفَكِّرَ فِي جَمِيعِ الْأَحْوَالِ مَضَتْ أَيَّامُ لَمْ تُرْسِلْ إِلَيَّ الرِّسَالَةَ وَلَا النُّقُودَ.
فَالْمَرْجُو مِنْكُمْ أَنْ تُرْسِلُوْا إِلَيَّ خَمْسَمِائَةِ تَاكَا لِدَفْعِ رُسُوْمَاتِ الْمَدْرَسَةِ وَبَعْضِ قَضَاءِ حَاجَتِيَ الشَّخْصِيَّةِ.
تُبَلِّغُونَ السَّلَامَ إلى أمي المُحْتَرَمَةِ وَزَوْجَةِ الْأَخِ وَالْكِبَارِ وَالْوَدُ وَالشَّفَقَة إلَى الصَّغَارِ خِتَامًا أَرْجُوْ دَوَامَ صِحْتِكُمْ.
أخوكُمُ الْعَزِيزُ
جنَيْدُ
প্রশ্ন: পাঁচশত টাকা পাঠাতে তোমার ভাইয়ের নিকট আরবিতে একটি পত্র লেখ।
উত্তর:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
জুনায়েদ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
তারিখ : ২/৬/২০২৩
শ্রদ্ধেয় ভাইজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
পবিত্র অভিবাদন বাদ, আশা করি আপনারা আল্লাহর সাহায্যে ভালো ও শাস্তিতে আছেন। আমিও আল্লাহর করুণা ও আপনাদের দোয়ায় ভালো আছি। ভাইজান! আপনি জানেন, আমাদের মুহতারাম আব্বার মৃত্যুর পর আপনিই আমাদের পরিবারের প্রধান। সর্ব বিষয়ে আপনাকেই চিন্তা করতে হয়। অনেক দিন হয়ে গেল আমার নিকট পত্র বা টাকা প্রেরণ করেননি।
আপনার নিকট প্রত্যাশা যে, মাদরাসার বেতন ও আমার ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য পাঁচশত টাকা প্রেরণ করবেন।
শ্রদ্ধেয় আম্মা, ভাবী ও বড়দেরকে সালাম এবং ছোটদেরকে স্নেহ দিবেন। পরিশেষে আপনার স্থায়ী সুস্থতা কামনা করছি।
আপনার স্নেহের ভাই
জুনায়েদ