السؤال : اكْتُبْ رِسَالَةٌ بِالْعَرَبِيَّةِ إِلى خَالِكَ فِي السَّعُوْدِيَّةِ تُخْبِرُهُ عَنْ أَحْوَالِ الْأُسْرَةِ -
الْإِجَابَة :
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
عَبْدُ الْمَجِيد
بَرْعُوْنَا
التاريخ : ۷/۲/٢٠٢٣
خَالِيَ الْمُعَزَّزُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الْوَافِرَةِ أَرْجُو أَنْكُمْ بِالْخَيْرِ وَالْعَافِيَةِ، نَحْنُ كُلْنَا أَيْضًا بِحُسْنِ دُعَائِكُمْ بِالْخَيْرِ وَالْعَافِيَةِ. مَضَتْ أَيامُ طَوِيْلَةٌ مَا وَجَدْنَا مِنْكُمْ رِسَالَةٌ نَطْلِعُ بِهَا عَلَى أَخْبَارِكُمْ . لِهَذَا نَحْنُ فِي حُزْنٍ شَدِيْدٍ وَأَمْنَا الْمُحْتَرَمَةُ أَيْضًا كَادَتْ تَمْرَضُ، فَالْخَبَرُ نَحْنُ جَمِيْعُ الْإِخْوَةِ اجْتَمَعْنَا فِي الْبَيْتِ فِي عُطْلَةِ عِيْدِ الْفِطْرِ، غَدًا تَنْتَهِى الْعُطْلَةُ الْأَخُ الْكَبِيرُ يَسْتَعِدُ لِلذَّهَابِ إِلَى الْجَامِعَةِ، وَأَنَا أَيْضًا مُسْتَعِدُ لِلذَّهَابِ إِلَى مَدْرَسَتِي، لَا تُفَكَّرُوْا فِيْنَا بَلْ تَدْعُوْنَ اللَّهَ لَنَا، وَنَحْنُ نَعْمَلُ حَسَبَ هِدَايَتِكُمْ فِي الرِّسَالَةِ.
تُبَلِّغُونَ السَّلَامَ إلى أُصْدِقَائِكُمْ، وَخِتَامًا أَرْجُو إِلَى اللَّهِ دَوَامَ صِحْتِكُمْ.
ابْنُكُمُ الْعَزِيزُ
عَبْدُ الْمَجِيدِ
بَرْعُوْنَا
প্রশ্ন: তোমার সৌদি প্রবাসী মামার নিকট পরিবারের অবস্থা জানিয়ে আরবিতে একটি পত্র লেখ।
উত্তরঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আবদুল মজিদ
বরগুনা
তারিখ: ২/৭/২০২৩
শ্রদ্ধেয় মামা,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
যথাযোগ্য অভিবাদন বাদ আশা করি আপনি ভালো ও সুস্থ আছেন। আমরাও সকলে আপনার উত্তম দোয়ায় সুস্থ ও ভালো আছি। অনেক দিন চলে গেল আপনার কোনো চিঠি পেলাম না। যার মাধ্যমে আপনার খবর জানতে পারি। তাই আমরা ভীষণ চিন্তিত। আমাদের মা প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ হলো, ঈদুল ফিতরের ছুটিতে আমরা সকল ভাই বাড়িতে একত্রিত হয়েছি। কাল ছুটি শেষ হয়ে যাবে। বড় ভাই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমিও আমার মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আপনি আমাদের জন্য চিন্তা করবেন না; বরং আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন। আমরা পত্রে দেওয়া আপনার গাইড লাইন অনুযায়ী কাজ করছি।
আপনার বন্ধুদের সালাম জানাবেন। পরিশেষে আল্লাহর নিকট আপনার সার্বক্ষণিক সুস্থতার প্রত্যাশা করি।
আপনার প্রিয় ভাগ্নে
আবদুল মজিদ
বরগুনা