যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় । Je Ful Jug Jugantore
কথাঃ তাফাজ্জল হোসাইন খান
কন্ঠঃ জাইমা নূর
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা মনেরই কা'বায়
হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা
তারই ছোঁয়াতে আজও দুনিয়া উজালা
তারই বিরহে দু'চোখ অশ্রু ঝরায়
গাহে গুণগান যার খোদ খোদা তা'য়ালা
কবি-অকবি গাঁথে শত সুরমালা
ঝরে ধারা অবিরত,কভু না ফুরায়
যারে খোদা ডেকে নিয়ে আরশ পাকে
মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে
তারই প্রেমে কাতর এ বুক জ্বলে পুড়ে যায়