ইসলামী বাল্য শিক্ষা বই পিডিএফ
বাল্যকাল থেকেই শিশুমনে ইসলামী শিক্ষার বীজ বপনের উদ্দেশ্যে এই শিশু শিক্ষার বইটি রচিতি। এই অভিনব ইসলামী বাল্য শিক্ষা শুধু শিশুদের অক্ষর জ্ঞান, শব্দ শিক্ষা, বানান শিক্ষা, স্বর সংযোজন, আ-কার, ই-কার প্রভৃতি যোগে শব্দ গঠন, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ যোগে মামুলী বাক্য গঠন শিক্ষাদানেই সীমিত নয়। ইহার প্রতিটি পাতায়, প্রতিটি বাক্যে ইসলামের মূলনীতি, আদর্শ ও মুসলিমের অবশ্য জ্ঞাতব্য বিষয়সমূহ অত্যন্ত সহজভাবে সুকৌশলে শিশু শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।
প্রত্যেক মুসলিম অভিভাবকের উচিত তাদের ছেলেমেয়েদের হাতে এই বইখানা তুলে ধরা। প্রাথমিক স্কুলের নির্ধারিত পাঠ্য পুস্তকের অতিরিক্ত এই বই পড়ানোর ব্যবস্থা খুবই ফলদায়ক প্রমাণিত হবে। ফুরকানিয়া মাদরাসাসমূহের ছাত্র-ছাত্রীদের জন্য তো ইহা খুবই উপকারী হবে। বয়স্কদের অক্ষর জ্ঞান এবং প্রাথমিক শিক্ষার জন্যও ইহা খুবই উপযোগী।