মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি - Application for Re-verification of HSC result 2024
ঢাকা, কুমিল্লা, সিলেট, যশোর, চট্টগ্রাম, ডিনাজপুর, রাজশাহী, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষা ২০২৪-এর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের নিয়মাবলি
- ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৬ অক্টোবর, ২০২৪ থেকে ২২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত করা যাবে।
- কেবল টেলিটক মোবাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
- মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে SMS করুন 16222 নম্বরে। যেমন RSC Chi Roll Subj. Code Send করুন ১৬২২২ নম্বরে।
- ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC লিখে Space> দিয়ে YES <Space> দিয়ে PIN Number <Space> দিয়ে Contact Mobile No. লিখে SMS করুন 16222 নম্বরে।
- উল্লেখ্য, ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যেসকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে/পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Chi<Space> Roll Number<Space> 101,102,107,108 লিখতে হবে।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে।
- প্রতি পত্রের আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদন ও বিবেচিত হবে। এ ক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/= (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে।
- ম্যানুয়েল আবেদন গ্রহণযোগ্য নয়।
সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর:
- Dhaka Education Board – DHA
- Comilla Education Board – COM
- Sylhet Education Board – SYL
- Jessore Education Board – JES
- Chittagong Education Board – CHI
- Dinajpur Education Board – DIN
- Rajshahi Education Board – RAJ
- Barisal Education Board – BAR
- Technical Education Board – TEC
- Madrasah Education Board – MAD
আবেদন শুরু: | ১৬ অক্টোবর, ২০২৪ |
আবেদন শেষ: | ২২ অক্টোবর, ২০২৪ |
আবেদন ফি: | প্রতি পত্র ১৫০/- ও দুই পত্র বিশিষ্ট বিষয় ৩০০/- (সাথে অতিরিক্ত এসএমএস ফি ৬/- টাকা কেটে নিবে) |
পুনঃনিরীক্ষণের আবেদনের ফলাফলসংশোধিত ফল যথাসময়ে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।