দাখিল ৯ম শ্রেণির হাদিস শরিফ বার্ষিক পরীক্ষা ২০২৪ চূড়ান্ত প্রস্তুতি - এককথায়/একবাক্যে/সঠিক উত্তর খাতায় লিখন, হাদিসের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্নোত্তর এবং হাদিস পরিচিত, হাদিস মুখস্থ লিখন ও প্রস্তুতি যাচাইমূলক স্পেশাল মডেল টেস্ট ও উত্তরমালা (Class 9 Hadith Sharif Annual Exam 2024 Final Preparation Alfatah/Lecture Guide PDF)
দাখিল নবম শ্রেণির হাদিস শরিফ বার্ষিক পরীক্ষা-২০২৪ এর জন্য সিলেবাস (পাঠ্যক্রম)
প্রশ্নের ধরন | অধ্যায়/পাঠ |
---|---|
এককথায়/একবাক্যে/সঠিক উত্তর খাতায় লিখন | সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়সমূহের সংশ্লিষ্ট নৈর্ব্যক্তিক প্রশ্নাবলি। |
হাদিসের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্নোত্তর এবং হাদিস পরিচিতি | বোর্ডবই এবং দাখিল হাদিস শরিফ নোট বইয়ের প্রথম অধ্যায় এবং নবম অধ্যায় থেকে উনবিংশ অধ্যায়ের শেষ পর্যন্ত। |
হাদিস মুখস্থ লিখন | প্রশ্নে উদ্ধৃত হাদিস ব্যতীত যেকোনো ১টি হাদিস মুখস্থ লিখন |