
English Version Class Four English - Chapter 2: Greetings (Textbook Solutions/ Questions Solved Guides)
Comprehensive Solutions and Guides for Greetings in Class 4 English (English Version)
Chapter 2, "Greetings," in Class 4 English focuses on teaching students the essential ways to greet others in various situations. It introduces common greetings used during different times of the day, as well as polite ways to ask about someone’s well-being. The chapter encourages students to practice using these greetings in daily conversations, helping them build social confidence and improve their communication skills.অধ্যায়টি অনুশীলন করে শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করতে ও বিদায় জানাতে শিখবে। প্রথমে, শিক্ষক Activity A-এর সংলাপগুলো পড়বেন এবং শিক্ষার্থীদের তাঁকে অনুসরণ করতে বলবেন। এবার শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় সংলাপগুলো অনুশীলন করতে বলবেন। তারপর জোড়ায় জোড়ায় শিক্ষার্থীদের ডেকে সংলাপগুলো অভিনয় করে দেখাতে বলবেন। এবার শিক্ষক বোর্ডে Good morning, Good afternoon, Good evening, Good night শব্দগুলো একটি কলামে লিখবেন এবং পাশে আরেকটি কলামে Hello, Morning, Good afternoon এবং Goodbye লিখবেন। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে শুনবেন কোন expression-এর response কী হবে। এবার শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় কাজটি অনুশীলন করতে বলবেন। তারপর শিক্ষক Activity B-এর নির্দেশনাটি বুঝিয়ে দিবেন এবং একটি কাজ বোর্ডে করে দেখাবেন। এবার শিক্ষার্থীদের কাজটি অনুশীলন করতে বলবেন।