
English Version Class Four English - Chapter 3: Family (Textbook Solutions/ Questions Solved Guides)
Comprehensive Solutions and Guides for Family in Class 4 English (English Version)
Chapter 3, "Family," in Class 4 English helps students understand the importance of family members and their roles. The chapter introduces vocabulary related to family relationships (like mother, father, brother, sister, etc.) and teaches students how to talk about their families. Through engaging exercises and discussions, students will learn how to describe family members, their characteristics, and how they interact within a family unit.অধ্যায়টি অনুশীলন করে শিক্ষার্থীরা কীভাবে বিভিন্ন অনুচ্ছেদ ও সংলাপ পড়তে হয় তা শিখবে। প্রথমে, শিক্ষক পূর্বের Lesson-এর Activity B-এর text-এর বাকি অংশটি পড়বেন এবং এর অর্থ শিক্ষার্থীদের বুঝিয়ে বলবেন। এবার শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় text-টি পড়তে বলবেন। তারপর শিক্ষক Activity A-এর নির্দেশনাটি বুঝিয়ে দিবেন এবং শিক্ষার্থীদের ছকটি পূরণ করতে বলবেন। এবার শিক্ষক Activity B-এর নির্দেশনা বুঝিয়ে দিয়ে অনুরূপ একটি ছক বোর্ডে আঁকবেন এবং শিক্ষার্থীদের কাজটি খাতায় করতে বলবেন। তারপর, শিক্ষক Activity C-এর নির্দেশনা বুঝিয়ে দিয়ে শিক্ষার্থীদের বলবেন- তারা কোথায় বাস করে, তাদের পরিবারের সদস্য সংখ্যা কত, কে কী করেন ইত্যাদি তথ্য দিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এবার ক্লাসে কয়েকজন শিক্ষার্থীকে তাদের লেখা অনুচ্ছেদটি পড়ে শোনাতে বলবেন।